
পরপর তিনবার নৌকায় ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই কাজ আমরা সহজভাবে করতে পেরেছি তা কিন্তু নয়। এই যাত্রাপথ কখনো সুগম ছিল না। আমাদের অনেক প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়েছে। অনেক সমালোচনা শুনতে হয়েছে। আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা, গাড়িতে আগুন, অগ্নিসন্ত্রাস, হরতাল, অবরোধ—সেই অবরোধ বিএনপি এখনো প্রত্যাহার করেনি। উন্নয়নের পথে বাধা সৃষ্টির জন্য তারা এসব করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, এসবের সঙ্গে ছিল নানা প্রাকৃতিক দুর্যোগ। এরপর এসেছে করোনাভাইরাস। সবকিছু সরকার মোকাবিলা করেছে। করোনাকালেও অর্থনীতির চাকা সচল থেকেছে। আজ রোববার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লক্ষ্য ঠিক করে কাজ করলে দেশ এগিয়ে যায়। সেটা তাঁর সরকার প্রমাণ করেছে। অনেক চক্রান্ত, ষড়যন্ত্র থাকবে। সেগুলো মাথায় নিয়েই চলতে হবে। যত সমালোচনা হোক দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে তাঁরা কাজ করে যাবেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে।
গত শুক্রবার স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারিশ পায় বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) এ সুপারিশ করে। তবে বাংলাদেশকে এলডিসি থেকে বের হতে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সমাপনী ভাষণের প্রায় পুরোটা জুড়েই ছিল এ প্রসঙ্গ।