
শুরু হয়েছে নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২২, আর এবারের আসরটি বাংলাদেশের জন্য বিশেষ কারণ, বাংলাদেশের নারী ক্রিকেট দল এবারই প্রথম ওয়ানডে ফরম্যাটে খেলতে যাচ্ছে বিশ্বকাপ।
এটি নারীদের ১২তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত হবে এই বিশ্বকাপ, অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ডানেডিন, হ্যামিলটন, টওরাঙ্গা এবং ওয়েলিংটনে হবে এই আসরের ম্যাচগুলো। খেলবে মোট আটটি দল- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। এখনো পর্যন্ত পুরুষ ক্রিকেট বিশ্বকাপের মতোই নারী ক্রিকেট বিশ্বকাপেও সবচেয়ে সফল দলের নাম অস্ট্রেলিয়া। ছয়বার বিশ্বকাপ জিতেছে দলটি।
মাত্র ১৫ বছর বয়সেই পাকিস্তানের জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেন অলরাউন্ডার বিসমাহ মারুফ। বিসমাহ মারুফ পাকিস্তানে ক্রিকেট তো বটেই সমাজেই বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখেন, তিনি চান আরও অনেক পাকিস্তানি মেয়েরা সমাজের নানা স্তরে অবদান রাখুক। গত বছর মা হয়েছেন বিসমাহ মারুফ, এই সময়ে পাকিস্তানের ক্রিকেটে মাতৃত্বকালীন ছুটি ও মা হওয়ার পরে দলে ফেরার প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট কোনও নীতিমালা ছিল না।
রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে বিসমাহ মারুফ বলেন, “আমি ভেবেছি মা হওয়া মানেই ক্যারিয়ার শেষ।” কিন্তু পরে তিনি পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ এখন পাকিস্তানে মা হতে যাওয়া নারী ক্রিকেটারদের জন্য ১২ মাস বৈতনিক ছুটি এবং চুক্তি সুনিশ্চিত হওয়ার নীতি আছে। এমনকি বিসমাহ তার এক বছর বয়সী কন্যাকে নিয়ে এসেছেন এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ড এবং বাচ্চার দেখভালের জন্য বিসমাহ মারুফের মাও এসেছেন সাথে। পাকিস্তানের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ২১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বিসমাহ মারুফ। ১৪ টি অর্ধশতক নিয়ে ক্যারিয়ারে করেছেন ২,৬০২ রান।